কলকাতার দমদমে জুতো ঝুলিয়ে দুর্গা মণ্ডপ ,অপমান মাকে
নয়া ঠাহর ,কলকাতা কলকাতার দমদমে এক পূজা মণ্ডপ জুতো দিয়ে করা হয়। ত নিয়ে প্রতিবাদের ঝড়,কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে।এদিকে শ্রীভূমির বুর্জ খলিফা দুবাই এর আদলে তৈরি এ ক সুউচ্চ সুরম্য প্রাসাদ সারা বিশ্বের নজর পড়েছে।এই প্রাসাদের দুর্গা প্রতিমা পড়েছেন 45 কেজি সোনা। পাহারা দেবার জন্যে বিশেষ নিরাপত্তা বাহিনী কে মোতায়েন করা হইছে। এই সুউচ্চ 130 তলা ভবনের জন্যে কলকাতা বিমান বন্দরের পাইলট দের অসুবিধা হচ্ছে ,বলে অভিযোগ করা হইছে।
কোন মন্তব্য নেই