ঊনিশের চেতনার ব্যাতিক্রমী কবির জন্মদিন পালন
নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর: আসামের
বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক কবি ও অসংখ্য সৃজনশীল কর্মের
লেখক আশুতোষ দাস রবিবার নিজের জন্মদিবসকে (১০ অক্টোবর) সাহিত্য সংকল্প দিবস রূপে
পালন করার সাথে সাথে সাহিত্য সংকল্প সপ্তাহের সূচনা করেন।
তার সম্পাদিত বেলাভূমি সাহিত্য পত্রিকা অফিসে সকালবেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রতিকৃতি মাল্যদান ও পুস্প অর্ঘ্য দিয়ে জন্মদিনের সূচনা করেন। কবি এক ফেইসবুকের লাইভ পোস্টের মাধ্যমে কোভিড স্বাস্থ্য বিধি মেনে তার সপ্তাহ ব্যাপী পরিকল্পনার কথা তার সৃজনশীল কাজকর্মের সম্পর্কে অবগত অনুরাগীদের জানান।
তার "মানুষের জন্য
মানুষ, মানুষের পাশে মানুষ " শ্লোগান
কবিতার ভেতর দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন মানব কল্যাণের জন্য।তিনি সেদিন
স্বরচিত এক গুচ্ছ কবিতাও পড়েছেন সে অনুষ্ঠানে। উল্লেখ্য, তার কন্যা,জামতা, নাতিন, বন্ধু, আত্মীয়, পাঠক, দর্শক সবাইকে কেক কেটে জাঁক জমকপূর্ণ অনুষ্ঠানের বিরোধিতা করে তিনি বলেন
কবিতার শব্দগুলোর মাধ্যমে ঈশ্বরের কাছে করুণা ভিক্ষা করছেন।
ঘরোয়া পরিবেশের অনুষ্ঠানে সেদিন উপস্থিত
ছিলেন নিউজ ফাইলের কলাম লেখক মিঠুলাল চৌধুরী, সাংস্কৃতিক কর্মী সৌরভ
চন্দ, শিক্ষিকা অনন্যা দাস, গৃহবধূ নন্দিতা দাস, শিক্ষিকা সাগরিকা দাস, স্বর্ণালী দাস, অভিষেক দাস প্রমুখেরা ।
কবির দৃষ্টিতে পৃথিবীর সমস্ত শুভ কাজ
কবিতার মতো শুদ্ধ নান্দনিক শিল্পের উচ্চারণের মাধ্যম হয়। এটা প্রত্যক্ষ দৃষ্টিতে
দেখা যায় না, পরোক্ষভাবে সমাজকে মহিমান্বিত করে কবিতা। জন্মের মাঙ্গলিক মন্ত্রোচ্চারণ, সূর্য্যপ্রণাম ও ভোরের
আজান, জীবনের বিবাহ, গৃহপ্রবেশের নানান অনুষ্ঠানের মন্ত্রপাঠ, মৃত্যুর মুখাগ্নি ও
জানাজার প্রার্থনা - সবই কবিতা। সভ্য মানুষের শুভ চিন্তন এবং মননও কবিতা। আমাদের স্বাধীনতা
আন্দোলনে বন্দেমাতরম কাব্যগীতির উচ্চারণ কত কবিদেরে মধ্যে দেশ চেতনা জাগিয়েছে।
বাংলাদেশের মতো একটা দেশও 'আমার সোনার বাংলা' গীতি-কবিতার মাধ্যমে স্বাধীন হয়েছে। সব দেশে, সব কালে,সব যুগে তাই কবিতার
মতো নান্দনিক শিল্পকে স্বীকার করেছে। কবি আশুতোষ দাস তার বক্তব্যে জোর দিয়ে বলেছেন কবিতা হলো "সুস্থ ভাবে বেঁচে থাকার অক্সিজেন।"
কবি আশুতোষ দাস নিত্য দিনের মতো
প্রার্থনা শেষে তার কবিতা লেখাও পাঠ করেন।সেদিন কিছুক্ষণ মৌনও থাকেন। তার গভীর
বিশ্বাস মৌন থাকলে মানসিক শক্তি বেড়ে যায়। সন্ধ্যা বেলায় তিনি বেলাভূমি অনলাইন
দ্বিতীয় পর্যায়ের সাহিত্য উৎসবের ধারাবাহিক অনুকবিতা (অনুবাদসহ ইংরেজি, হিন্দি ও উর্দু) মালা দশজন কবির কবিতা ফেইস বুক পেইজে পোস্ট করেন। রাত্রিতে কবিতা উৎসব
পর্যায়ে এ.ডি.ক্রিয়েশনের ইউটিউবে নিজের কবিতা পোস্ট করেন।
উল্লেখ্য, কবি আশুতোষ দাস
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে গত ১৫ আগষ্ট 'স্বপ্নের উন্থান' নামক এক দীর্ঘ কবিতা
স্বদেশ চেতনা জাগানোর উদ্দেশ্যে পোষ্ট করে সমগ্র দেশে কবিতা প্রেমীদের মধ্যে আলোড়ন
ফেলে দিয়েছেন। আসামের বরাক উপত্যকা থেকে ১৮০টা দেশে সম্প্রসারিত ঢাকার এন.আর.বি.
নিউজ চ্যানেলের মাধ্যমে প্রতিদিন তিনি বরাকের সাহিত্য চর্চার কথা ও উনিশে মে-র
চেতনার কথা বিশ্ববাসীকে তোলে ধরে চলেছেন।পৃথিবীর লক্ষ লক্ষ দর্শকের কাছে কবি
হিসাবে তিনিঁ সমাদৃত।
আন্তর্জাতিক টিভি চ্যানেল লন্ডনের
গ্লোবাল টিভি এবং কলকাতা কলতান একাডেমির বিভিন্ন ভার্চুয়াল সাহিত্য অনুষ্ঠানে
প্রায়ই অংশগ্রহণ করে কবি আশুতোষ দাস প্রবাসীর কাছে আজ এক অতি পরিচিত ব্যক্তিত্ব।
সাহিত্য সংকল্প সপ্তাহ কার্যসূচির মধ্যে
রয়েছে - ১) একদিন শিশুদের
পাঠানো ছড়া পাঠ ও ইতিবাচক ভাবনা; ২) ফুলের বাগানে থাকা
ও কবিতা পাঠ; ৩) বৃদ্ধাশ্রমে সারাক্ষণ কাটানো তাদের জীবনের গল্প শোনা কবিতা পাঠ; ৪) এশিয়ার বৃহৎ বিল
শনবিলের ধীবর সঙ্গে থাকা এবং কবিতা পাঠ; ৫) দেশে বিদেশে যেসব
বন্ধু কবি ও লেখকেরা মৃত্যুর সঙ্গে পাল্লা দিচ্ছেন সেই রোগাক্রান্ত কবি ও লেখকদের
সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা ব্যবস্থা করা ও তাদের সৃজন
কর্ম সম্পর্কে আলোচনা করা।
কবি আশুতোষ দাসের বিরামহীন ক্রিয়াকর্মকে
পৃথিবীর বিভিন্ন বুদ্ধিজীবী ও সমাজ কর্মীরা সমর্থন করে চলেছেন। বিভিন্ন দৈনিক ও
পোর্টালে তাকে সমর্থন করে লিখেছে। এদের মাঝে উল্লেখ্য
গৌহাটির জনপ্রিয় নিউজ পোর্টাল 'নয়া ঠাহর ' রয়েছে। পৃথিবীর যেসব
বুদ্ধিজীবী সমর্থন করেছেন তাদের মাঝে ঢাকার কবি গুলশান
চৌধুরী অন্যতম। আছেন বাংলাদেশের কথা সাহিত্যেক নাজমুল চৌধুরী এবং নয়া ঠাহরের
প্রধান সম্পাদক অমল গুপ্ত।
দিল্লীর আন্তর্জাতিক সাংবাদিক রত্নজ্যোতি
দত্ত সর্বদা অনুপ্রাণিত করেছেন ভালো কাজ করার জন্য। দিল্লির কবি কৃষ্ণা মিশ্র, ব্যাঙ্গলুরের
কবি শ্রাবনী সরকার, কবি কস্তুরি হোম চৌধুরী জানিয়েছেন
কবিকে জন্মদিনে শুভেচ্ছা। শুভেচ্ছা পর্বে আছেন সুচতনার সম্পাদক সুশান্ত ভট্টাচার্য, কবি শতদল আচার্য, গবেষক কবি রুপরাজ ভট্টাচার্য।
জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন কবি শিপ্রা দাস, কবি মমতা
চক্রবর্তী, করিমগঞ্জের রবিবারের সাহিত্য আড্ডার নারায়ণ
মোদক ও তার বন্ধুরা, গতি পত্রিকার সম্পাদক মনোমোহন
মিশ্র, সাংবাদিক জপমালা চক্রবর্তী, নিউজ ফাইলের সম্পাদক শতানন্দ ভট্টাচার্য, বাংলাদেশ
ঢাকার 'কবিতা কথনের' কর্ণধার
ইমরান্ শাহ। আছেন সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক, সৌদির কবি ও টেলিভিশন ব্যক্তিত্ব শাহাজাহান চঞ্চল, বাংলাদেশের কবি অনামিকা করিম, বিশ্ব সাহিত্য
নিকেতনের প্রতিষ্ঠানের সভানেত্রী কবি অধ্যাপিকা যুথিকা দাস। কলকাতার 'উনিশে মের' সম্পাদক শান্তনু গঙ্গারিডিও কবিকে
জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কলকাতার কবি তীর্থঙ্কর
দাস পুরকায়স্থ সহ অগণিত লোকেরা টেলিফোনে, ম্যাসেঞ্জারে, হোয়াট আপের মাধ্যমে অনন্য কবিকে তার জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা
জানিয়েছেন।
কোন মন্তব্য নেই