Header Ads

দেশ জুড়ে বিদ্যুৎ সংকটের সম্ভাবনা



নয়া ঠাহর,কলকাতা দেশের  কয়লা খনির 70  শতাংশ  সরবরাহ করা   তাপ  বিদ্যুৎ  প্রকল্প গুলিতে। সেই সরবরাহে টান  পড়েছে। দেশে খনির  মজুত ভান্ডার  কমে এসেছে  50 বছরের বেশি চলবে না বলে  বিশেজ্ঞরা অভিমত পোষণ করেছে।  কেন্দ্র  তাই সৌর শক্তির উপর জোর দিয়েছে।   বিভিন্ন খনি অঞ্চলে ব্যাপক হারে জঙ্গল     নিধন চলছে। আদিবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি  হইছে।তারা আন্দোলনের পথে নেমেছে। খনি মুখ ঘিরে  আন্দোলন চলছে। স্বাভাবিভাবেই সরবরাহের অভাব ঘটেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.