Header Ads

এয়ার ইন্ডিয়া কে কিনে নিলেন টাটা গোষ্ঠী

 

নয়া ঠাহর কলকাতা.. দেশের বৃহত্তম বিমান পরিবহন সংস্থা  এয়ার ইণ্ডিয়া  কিনে নিল দেশের    প্রতিষ্ঠিত   টাটা  গোষ্ঠী, 18 হাজার কোটি টাকা নিলাম  ডাক দিয়ে কিনে নেয়। এই টাটা গোষ্ঠী তাদের বংশের  ব্যবসা ছিল ।  তাদের মহারাজা সারা দেশ কে জয় করেছিল মর্যাদার প্রতীক  ছিল।আবার ফিরে আসবে। কর্মচারী,  যাত্রী সাধারণের  অভাব পূরণ হবে। যেখানে টাটা সেখানেই   গুণাগুণ বা  কোয়ালিটি ,যেখানে কোনো দুর্নীতি নেই। জামশেদ জি টাটা  দেশের একজন আর্দশ পুরুষ ছিলেন। এই টাটা গোষ্ঠী   সংসদ ভবন নির্মাণের  দায়িত্বে আছে।  খুব ভালো হবে।  টাটা গোষ্ঠী ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সারা বিশ্ব  সমাদৃত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.