১০ অক্টোবর কবি আশুতোষ দাসের জন্মদিনে সাহিত্য সংকল্প দিবস পালন।
আমার জন্মদিনে ২৫টি স্বরচিত কবিতা পাঠ করে "সাহিত্য সংকল্প দিবস পালন করবো "কোন কেককাটা নয়,অন্যকোন আড়ম্বর নয়,মানুষের কল্যাণে উৎসর্গ করার ব্রত। "মানুষের জন্য মানুষ , মানুষের পাশে মানুষ। "অনেক পাঠক, কণ্যা,জামাতা, অন্য সকল আত্মীয় সজ্জনকে আমার জন্মদিবস এইভাবে পালন করবো বলেছি।
আত্মীয়দেরে আড়ম্বরের সহিত জন্মদিন পালন করতে বারন করেছি।
ভোরে প্রার্থনা অন্যসকল দিনের মতো করব। দু'ঘন্টা মৌন্য থাকবো। তারপর জপকরবো। সাহিত্যের নানান কাজ করবো। ১০টায় হাইলাকান্দি আদিকালীবাড়ি যাবো।যদিও আমি অখন্ডমন্ডলেশ্বরের আশ্রিত কিন্তু নিয়মিত আদিকালীবাড়িতে দেবীর আশীর্বাদ নিতে যাই।
"সাহিত্য সংকল্প দিবস" হিসেবে পালন করবো। এই দিনই আমি নির্বাচিত ২৫ টি স্বরচিত কবিতা ও পাঠ করবো ফেইসবুক পেইজে । আমার ইউটিউবে "কবিতা উৎসব এ,ডি, ক্রিয়েশনে "ও কবিতা পোষ্ট করবো।সেই দিন থেকে বেলাভূমি সাহিত্য উৎসব দ্বিতীয় পর্যায়ের অনুকবিতা মালা আরম্ভ হবে। চলবে বৈশাখ পর্যন্ত। সঙ্গে অনুকবিতার অনুবাদ হিন্দি, ইংরেজি, এ,ডি,মুন্সী সাহেব করবেন। আপনারা সঙ্গে থাকুন ও আমাদেরেপরামর্শ দিন ; অনুষ্ঠান নিয়মিত দেখতে থাকুন ; দেখতে দেখতে ভালো লাগবেই। জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কবিতা আমাদেরে প্রাণিত করে ;এটা প্রত্যক্ষ ভাবে নয় পরোক্ষভাবে মননের ভেতর নিরন্তরকাজ করে চলে ।এই সভ্যতাও কবিতার হাত ধরে এগিয়ে গেছে। কবিতা আমাদেরে স্বপ্ন দেখায় , সমস্ত প্রতিকূলতার ভেতর জীবনের শাশ্বত কথা বলে উজ্জীবিত করে রাখে। তাই আমি বলি "কবিতা হলো সুস্থ ভাবে বেঁচে থাকার অক্সিজেন।"
জন্ম মুহূর্তে মাঙ্গলিক শঙ্খধ্বনির সঙ্গে মন্ত্রোচ্চারণ ও কবিতা। ভোরের আজান ও সূর্যমন্ত্রপাঠ ও কবিতা। বিবাহের মন্ত্র ও কবিতা , মানুষের গৃহপ্রবেশ ও নানান ধর্মের কাজে ও শ্লোক পাঠ ও কবিতা। শশ্মান চিতার মুখাগ্নির মন্ত্রপাঠ ও জানাজার প্রার্থনা ও কবিতা।
কবিতা হলো ঈশ্বরের আলোয়ান, সেই আর্শীবাদের আলোয়ান জড়িয়ে আমরা বেঁচে থাকি যেন ;সেখান থেকে ভোগবাদী লোভের জিহ্বা নিয়ে ছুটলে ঈশ্বর বিরক্ত হবেন। কবিতার ভেতর ঈশ্বর বসবাস করেন, কবি ঈশ্বরের ভালোবাসার কীর্তনীয়া। তাই কবিদের কোন দেশ নেই সব দেশই তার পরম প্রিয় ঈশ্বরের প্রার্থনার অঙ্গন,আর মানুষ আর প্রকৃতি তার কাছে আরাধ্য সাধন মার্গের কাটামো ; তাই কবি বিনির্মানে শব্দমালায় কল্যাণের বার্তা বুকে বহন করেন সারাক্ষণ, চোখের স্বপ্নদিয়ে সাজিয়ে দেন সৃষ্টির পাদুকা। চেতনার মননে জেগে থেকে কথাকয় অতন্দ্র নারদ। তাই একজন কবি দে-শে দেশে যুগে যুগে ভেসে বেড়ান মানুষের শুভ সূচক বার্তা নিয়ে।
সেই সৃষ্টির লীলার আমি দাসানুদাস সেবক।তাই কবিতা পাঠ করেই তার কৃপা ভীক্ষা চাইবো।"আমার যাত্রাপথে শুভেচ্ছার ফুলদিয়ে ঈশ্বরকে প্রার্থনার জন্য আপনারা পাঠক, বন্ধু, প্রিয়জন অগ্রজ, অনুজ, আমার ভুল, ত্রুটি, অক্ষমতা জেনে ও যায়গা দিয়েছেন,আমার সৃজনীকর্ম পড়েছেন, দেখেছেন পরামর্শ দিচ্ছেন সেই জন্য ও আপনাদের কাছে আমি কৃতজ্ঞ রইলাম।
কোন মন্তব্য নেই