Header Ads

কাশ্মীর ছেড়ে পালাচ্ছে সংখ্যা লঘু মানুষ



কলকাতা .. কাশ্মীরে  হিন্দু সম্প্রদায়ের  প্রতিনিধি পণ্ডিত  জনগোষ্ঠীর ওপর লাগাতার আক্রমণ  ,  ভয়ের বাতাবরণ সৃষ্টি   হওয়ার ফলে কাশ্মীর ছাড়ার হিড়িক পড়ে গেছে।। পাকিস্থানের জঙ্গি সংগঠন গুলি   টার্গেট করে  নিয়েছে হিন্দু সম্প্রদায়ের  মানুষদের । কংগ্রেস আমলে লাখো পণ্ডিত কে অত্যাচার করে কাশ্মীর থেকে তাড়ানো হয়েছিল।  বিজেপি সরকার পুনর্বাসনের ব্যবস্থা করেছিল। অনেকে ফিরেও গিয়েছিল।আবার অত্যাচার শুরু।বিশ্ব হিন্দু পরিষদ সহ বিভিন্ন সংগঠন আন্দোলনের ডাক দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.