Header Ads

অক্টোবর থেকে ডিসেম্বর তিন মাস করোনা সংক্রমণ থাকবে: স্বাস্থ্য মন্ত্রক


নয়া ঠাহর,কলকাতা   অক্টোবর থেকে ডিসেম্বর তিনমাস করোনা সংক্রমণ থাকবে।স্বাস্থ্য মন্ত্রক আজ দেশ বাসী কে  সতর্ক করে দিয়েছে। এদিকে কলকাতায় পূজা মন্ডপে ভিড় শুরু হইছে। লেক টাউনের শ্রীভূমির পুজো  বুর্জ খলিফা  র আদলে বিশাল  সুউচ্চ প্যালেস দেখার জন্যে হাজার হাজার মানুষ আজ থেকেই ভিড় জমিয়েছে।দু  গজ কি  দুরি বা মাস্ক কেউ মঞ্চে না।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রতি জেলা তে অক্সিজেন প্ল্যান্ট গড়ে তোলা হবে।এরমধ্যে পুজায় বৃষ্টির সম্ভবনার কথা বলেছে আবহওয়া বিভাগ। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভবনে রাজ্যপালের কাছে  শপথ গ্রহণ করেন। বিধায় ক হিসাবে শপথ নেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.