Header Ads

নয়া ঠাহর পুজো সংখ্যার বর্ণময় উন্মোচন লাম ডিংয়ে





প্রতিবেদন, নয়া ঠাহর, লামডিং : বিশিষ্ট সাংবাদিক অমল গুপ্তের সম্পাদনায় দীর্ঘ ১১ বছর ধরে নিরবছিন্ন ভাবে প্রতি বছর প্রকাশিত হয়ে চলেছে 'নয়া ঠাহর' পত্রিকা। এই পত্রিকার সহ-সম্পাদক হিসেবে রয়েছেন লামডিং এর ইমন কল্যাণ গোষ্ঠীর সভানেত্রী জয়শ্রী আচার্য  ,। 
        নয়া ঠাহরের একাদশ সংখ্যা অর্থাৎ এ বছরের শারদ সংখ্যার উন্মোচন হয় 'ইমন কল্যাণ' আয়োজিত আগমনী সন্ধ্যায়। 
           সরস্বতী বন্দনা সহ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এতে অংশ নেন লামডিং কলেজের প্রাক্তন অধ্যক্ষা উমা ভৌমিক, লামডিং প্রেস ক্লাবের সভাপতি অনিমেষ মজুমদার এবং দক্ষিন লামডিং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা তন্দ্রা আচার্য। 
      'নয়া ঠাহর' পত্রিকার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উমা ভৌমিক, তন্দ্রা আচার্য, অনিমেষ মজুমদার, শেফালী আচার্য এবং শিখা মজুমদার। 
      "দীর্ঘ ১১ বছর ধরে অসমের বুকে বাংলা পত্রিকা একনাগারে প্রকাশিত হয়ে চলেছে - এটা একটা বিশাল ব্যাপার" ভাষন প্রসঙ্গে এ কথা বলেন উমা ভৌমিক, অনিমেষ মজুমদার।
       পরে স্বরচিত কবিতা পাঠ করেন উমা ভৌমিক। বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের সদস্যদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানে চন্ডী স্তোত্র পাঠ করেন বিকাশজ্যোতি ভট্টাচার্য। চন্ডী স্তোত্রের সাথে আগমনী সঙ্গীতে অংশ নেন মন্টুলাল আচার্য, পর্না চক্রবর্তী, অংকিতা দাস, দীপশিখা ভট্টাচার্য, নিকিতা দে এবং পরিতোষ দাস। 
     সমবেত পুজোর গান পরিবেশন করেন তিন শিশু শিল্পী অনুষা মজুমদার, মেঘনা দে এবং সোনাক্ষী পালিত। পরিচালনায় ছিলেন শিখা পাল ভট্টাচার্য। 
       একক সঙ্গীতে অংশ নেন সুষ্মীতা চক্রবর্তী, সাহিল চক্রবর্তী, করিশমা ভার্মা, স্নেহা দাস। আবৃতি পরিবেশন করেন মনোসিজ ঘোষাল, রাজেশ বোস এবং দীপশিখা ভট্টাচার্য। নৃত্য পরিবেশন করেন স্নেহা দাস এবং অগ্নিভা আচার্য। সঙ্গীতে সকল শিল্পীদের সহযোগীতা করেন বিশ্বজিত মিত্র এবং বিশ্বজিত দত্ত। 
      শ্রী শ্রী দুর্গা স্তোত্রপাঠ করেন তন্দ্রা আচার্য। 
     বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের সদস্যাবৃন্দ পরিবেশন করেন সমবেত আগমনী গান। সদস্যাদের মধ্যে ছিলেন তাপসী বরুয়া, শিখা পাল ভট্টাচার্য, চম্পা ভট্টাচার্য স্বপ্না গোপ, রুমা চৌধুরী, অন্নপূর্ণা মালাকার, রুপু চৌধুরী লোধ। 
    ব্যবস্থাপনায় ছিলেন তনুশ্রী আচার্য, মাম্পি তালুকদার, দীপম আচার্য। লামডিং সাউথ হিল কলোনী নিয়তী ভবনে অনুষ্ঠানটি সম্পাদন হয়। উল্লেখ্য প্রথম বার নিয়তী ভবনে দুর্গা পুজা অনুষ্ঠিত হতে চলেছে। 
     সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা তথা পরিচালনা করেন জয়শ্রী আচার্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.