কাশ্মীরে এবার পাক সন্ত্রাসবাদীদের নতুন কৌশল
কাশ্মীরে এবার পাক সন্ত্রাসবাদীরা হিন্দু সম্প্রদায়ের মানুষদের হত্যা শুরু করে।একজন ঔষধ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক কে হত্যার পর এক বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক কে হত্যা করে।সবাই পণ্ডিত বংশের সন্তান।এর আগে এক লাখ পণ্ডিত যারা কাশ্মীরের আদি বাসিন্দা কে অত্যাচার করে তাড়িয়ে দেওয়া হয়।দেশের বামপন্থী ডানপন্থী কোনো প্রতিবাদ করেনি। ৫০০বছরের হিন্দু রাজ্য , জম্বু কাশ্মীর।৩৭০ ধারা বাতিল করার পর থেকে নতুন করে মুসলিম রাজ্য করার চক্রান্ত চলছে।প্রতিবাদ নেই।সবাই দেশের সমৃদ্ধ কৃষক দের পক্ষে লড়াই করছে। যে দেশে ৯০শতাংশ কৃষকের ৫ কাঠা জমিও নেই। হাড় জির জিরে বলদ নিয়ে লাঙ্গল চালায়,দুবেলা পেট পুরে খেতে পায়না। আর আন্দোলনকারী হরিয়ানা পাঞ্জাবের কৃষক সবার ট্রাকটা র দামী গাড়ির মালিক।উত্তর পূর্বাঞ্চলের কৃষক ভাবতেই পারে না। দেশের রাজনৈতিক দল গুলো এই কৃষক দের পক্ষে সরব হই না। এই রাজনৈতিক দল গুলি কাশ্মীরের পাক সন্ত্রানবাদিদের চক্রান্ত নিয়ে প্রতিবাদ করে না।
কোন মন্তব্য নেই