Header Ads

শান্তির নোবেল দুই সাংবাদিককে



বিশ্বে সাংবাদিকদের বাক স্বাধীনতা আজ প্রশ্নর মুখে।আফগানিস্থানে সাংবাদিকদের   অত্যাচার করা হচ্ছে। সেই সাংবাদিকরা নানা ঝুঁকি  নিয়েও সমাজ সেবা করছে।এবার নোবেল কমিটি ফিলিপিন্সের সাংবাদিক   মারিয়া রেসা  এবং রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতভ কে বিশ্বে  শান্তি রক্ষার কাজে উল্লেখযোগ্য কাজ করার   জন্যে নোবেল  পুরস্কার ঘোষণা করলো । নোবেল কমিটির   প্রধান  বেরিস   রয়েস   অ্যান্ডারসন   নাম ঘোষণা করে বলেছেন বিশ্বে গনতন্ত্র    এবং শান্তি বজায় রাখতে  জরুরি দরকার বাক স্বাধীনতা ।বিশ্বের সাংবাদিকরা এই কাজটি প্রাণের ঝুঁকি নিয়ে করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.