Header Ads

দৃষ্টিহীন দিব্যাংগ মৃদুল সিসি টিভি লাগানোর জন্য পঁচিশ হাজার টাকা দান করলেন



 সুব্রত দাস,বদরপুর: দৃষ্টিহীন দিব্যাংগ মৃদুল পাল রাস্তায়/ট্রেনে গান গেয়ে যা ভিক্ষার মাধ্যমে উপার্জন করেন। এই উপার্জন থেকেই সামান্য করে জমিয়ে রেখে শুক্রবার শ্রীগৌরী বাজার কালীবাড়ীতে সি সি টিভি ক্যামেরা লাগানোর জন্য নগদ ২৫০০০.০০ (পঁচিশ হাজার) টাকা দান করলেন। তার এই মহৎ দানের কথা লোকজন জানতেই সামাজিক মাধ্যমে দৃষ্টিহীন দিব্যাংগ মৃদুল পালকে সবাই অভিনন্দন জানাচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.