লায়ন্স ক্লাব থেকে পঞ্চমীর দিনে দুঃস্থ মহিলাদের বস্ত্র বিতরণ
নয়াঠাহর, গুয়াহাটি ঃ রবিবার মহাপঞ্চমীর দিন সকালে গুয়াহাটি লায়ন্স ক্লাব থেকে দুঃস্থ মহিলাদের বস্ত্র বিতরণ করা হয় । গুয়াহাটি ফাটাশিল আমবাড়িস্থিত হরিজন কলোনির মহিলাদের শাড়ি ও শিশুদের খাবার জিনিষ দেওয়া হয়। ক্লাবের সভাপতি অভিজিত মজুমদার জানান , প্রতি বছরই তঁারা পুজোর সময় গরীব মানুষদের নতুন জামা কাপড় দান করে থাকেন । পুজোর আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার এক ছোট্ট প্রয়াস মাত্র । এইদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাবের কোষাধক্ষ প্রমোদ গারোদিয়া, সঞ্জীব গোস্বামী, অশোক আগরওয়াল, সঙ্গীতা মজুমদার সহ আরো অনেকে। ক্লাবের পক্ষ থেকে সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন ।
কোন মন্তব্য নেই