Header Ads

সৈনিক স্কুলে ভর্তি,সি পি আর সি র দাবি মানতে হবে


 

 সংবাদ দাতা ,শিলচর   আজ সি আর পি সি, আসাম এর পক্ষ থেকে একটি স্মারকপত্র জেলাশাসককে প্রদান করে দাবি জানানো হয় যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে সৈনিক স্কুলে ভর্তির জন্য আবেদন করতে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের পি আর সি এবং ডমিসাইল সার্টিফিকেট প্রদান করতে হবে। স্মারকপত্রে উল্লেখ করা হয় যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সৈনিক স্কুলে ভর্তির জন্য আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে   যে সব সার্টিফিকেট চেয়েছে তার মধ্যে পি আর সি ও ডমিসাইল অন্যতম। সৈনিক স্কুলের ভর্তির জন্য  গত ২৭ সেপ্টেম্বর থেকে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত আবেদন পত্র পূরণ করতে বলা হয়েছে। বিগত বছর গুলোতে ছাত্র ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্যর আবেদনের ক্ষেত্রে পুলিশ রিপোর্টের ভিত্তিতে পি আর সি ও ডমিসাইল সার্টিফিকেট প্রদান করা হত। কিন্তু এবার তা প্রদান না করায় হাজার হাজার ছাত্র ছাত্রীদের ভবিষ্যত বিপন্ন হতে চলেছে। সি আর পি সি, আসাম এর সেক্রেটারি জেনারেল সাধন পুরকায়স্হ স্মারকপত্র প্রদান করে সংবাদ মাধ্যমকে জানান যে রাজ্যের ভাষিক সংখ্যালঘুদের সমস্ত ধরনের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের স্বরূপ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত করে রিপোর্ট পেশ করলেই এধরনের প্রমাণ পত্র প্রদান করা হয়। তাহলে তা করা হচ্ছে না কোন যুক্তিতে? তিনি জেলাশাসককে ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে অবিলম্বে উভয় সার্টিফিকেট প্রদান করতে জোরালো দাবি উত্থাপন করেন। স্মারকপত্র প্রদান কালে উপস্থিত ছিলেন সংগঠনের  অন্যতম সাধারণ সম্পাদক ও আইনজীবী আলি রাজা ওসমানী, আজমল হুসেন চৌধুরী, আব্দু ল হক লস্কর, রেবুল আহমেদ চৌধুরী  প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.