নয়া ঠাহর,কলকাতা দেশের দুই বছর থেকে18 বছর বয়সি ব্যক্তিদের ভারত বায়োটেকের কভাকসিন টিকা ব্যবহারের সবুজ সংকেত দিয়েছে বিশেষজ্ঞ কমিটি । ড্রাগ কন্ট্রোলার অনুমতি দেবে বলে সংবাদ সূত্রের খবর।বর্তমানে দেশে শিশুদের করোনা র প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে।
কোন মন্তব্য নেই