Header Ads

দেশ চায় তৃণমূল কে দাবি মমতার



কলকাতা,পশ্চিমবঙ্গ এ তৃণমূল দলের  মুখপত্র তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্োপাধ্যায় লিখেছেন দেশ তৃণমূল কংগ্রেস কে   চাইছে।এখন বিজেপি র বিরুদ্ধে আসল লড়াই এর মুখ তৃণমূল কংগ্রেস।মমতা লিখেছেন  বাংলার সীমা অতিক্রম  করে একের পর এক  রাজ্য থেকে ডাক আসছে।বলছে আপনারা আসুন  নতুন ভারত   , গড়তে বাংলা এগিয়ে আসুক। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপির  বিকল্প মুখ  হতে পারেনি রাহুল গান্ধী। তৃণমূল ইতিমধ্যে ত্রিপুরা, গোয়া , মেঘালয়  ,অসম এ  পা ফেলেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.