Header Ads

বলিউড তারকাদের অধিকাংশ মাদক গ্রহণ করে,কর ফাঁকি শচীন দের



কলকাতা বলিউড তারকাদের অধিকাংশ মাদক গ্রহণ করে আর সিনেমার পর্দায়  আর্দশ বাদের  বাণী, একটার পর ঘটনা ঘটছে। তারকা শাহ রুখ খানের পুত্র আরিয়ান খান  বান্ধবী মুন মুন ধনেচা সহ দশ জন ধরা পড়েছে। সংবাদপ ত্র  প্রকাশ করেছে  বান্ধবীর স্যানিটারি প্যাড এবং লেন্সের বাক্সে চরস কোকেন ইত্যাদি মাদক লুকানো ছিল।  মুম্বাই থেকে গোয়া  প্রমোদ তরী তে  হানা দিয়ে   নর্কটিক   কন্ট্রোল ব্যুরো  তাদের গ্রেফতার করে।সেখানে  বলিউড সুপারস্টার  শাহরুখ  পুত্র আরিয়ান মুনমুন  ধনে চা,আরবাজ  শেঠ সহ কয়েকজন ধনীর দুলাল কে গ্রেফতার করে।এর আগে ২০১১সালে বার্লিন বিমানবন্দরের  আরিয়ানের মা গৌরী র  বাগেজ এ গাঁজা পাওয়া গিয়েছিল বলে  সংবাদপত্রে প্রকাশ , এই মিথ্যা অভিযোগ করে তাদের বদনাম করা হচ্ছে বলে সব   অভিযোগ উড়িয়ে দিয়েছে। এদিকে  পেন্ডরা পেপার্স এ ভারতীয়  ক্রিকেটার শচীন  টেন্ডু ল করদের নাম  জড়িয়েছে।বিদেশের ব্যাংকে টাকা রেখে কর ফাঁকি দিয়েছেন।ভারতের   রাজনীতিবিদদের নাম জড়িয়েছে। পাকিস্তানের ৭০০ জনের নাম আছে।বিশ্বের ৬০০সাংবাদিক তদন্ত করে এই বিশাল দুর্নীতি ধরেছে।ভারত সরকার তদন্তের আদেশ দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.