Header Ads

খেরির ঘটনায় মন্ত্রী পুত্র কে গ্রেফতার,বিচারবিভাগীয় তদন্তের আদেশ

কলকাতা। উত্তরপ্রদেশের   খেরীতে  এক সাংবাদিক   সহ আট জন কৃষকদের মৃত্যুতে   রাজ্য  সরকার মন্ত্রী পুত্র কে গ্রেফতার করেছে।এবং বিচারবিভাগীয় তদন্তের আদেশ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশে নগর  উন্নয়ন সংক্রান্ত এক বৃহৎ প্রকল্পর  সূচনা করবেন।তিনি পরিস্থিতি স্বাভাবিক করার   যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন।  কৃষক সংগঠন গুলো মৃতদের ৪৫লাখ টাকা ক্ষতিপূরণ,সরকারি চাকরির দাবি জানিয়েছে।  কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা  গান্ধী সহ কোনো দলের নেতাদের ঘটনা স্থলে যেতে দেওয়া  হই নি। বিভিন্ন সংবাদ সূত্র জনায় মোট আট জন নিহত তার মধ্যে একজন সাংবাদিক চার জন কৃষক বাকি অন্যান্যরা। কৃষক দের একাংশ  মন্ত্রীর   কন ভয়  আটকে  গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে। দ্রুত গাড়ি চালাবার সময় গাড়ির চকাই পিষ্ঠ হয় কৃষক  রা  ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.