মুখ্যমন্ত্রী কাল চেতলা দুর্গা পূজায় মায়ের চোখ আঁকবেন
নয়া ঠাহর কলকাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্োপাধ্যায়ের আজ শীতলা মন্দিরে এবং গুরুদ্বারে প্রণাম করতে। গিয়েছিলেন। ৫৮ হাজারের বেশি রেকর্ড ভোটে জয়লাভ করার পর মূখ্য মন্ত্রী জাতীয় রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করছেন।তিনি আজ উত্তর প্রদেশের ল খিমপুরের ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি চেতলার দুর্গা প্রতিমা র চোখ আঁকবেন।মহালয়ার দিন থেকে প্রতিমা উদ্বোধন শুরু করবেন।
কোন মন্তব্য নেই