Header Ads

রংপুর এলাকার সজ্জন ব্যক্তির প্রয়াণ

নয়া ঠাহর , শিলচর : রংপুর ওয়াটার সাপ্লাই সোসাইটিঅন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রশান্ত বিশ্বাস মঙ্গলবার (২৮শে সেপ্টেম্বর, ২০২১) ৭৫ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন।শহরের ট্যাক্স অ্যান্ড রিকভারি সুপারিন্টেন্ডেন্ট অফিস থেকে নাজির হিসেবে অবসর গ্রহণ করেন। রেখে গেছেন স্ত্রী, দুই পুত্র,এক কন্যা, দুই পুত্রবধূ এবং দুই নাতনী। মৃদুভাষী স্বভাবের জন্য ছিলেন সমাজে সমাদৃত।রংপুরের শিববাড়ি রোড নিবাসী প্রশান্তবাবুর আকস্মিক মৃত্যুতে এলাকাবাসী পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।তিনি রংপুর এলাকার অখণ্ড মন্ডলীর এক নিষ্ঠ সদস্য ছিলেন। দিল্লিস্থিত আন্তর্জাতিক সাংবাদিক রত্নজ্যোতি দত্ত পরিবারের অপূরণীয় ক্ষতির প্রতি সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার সদ্গতির কামনা করেন। দৈনিক যুগশঙ্খের কর্ণধার ও রংপুর ওয়াটার সাপ্লাই সোসাইটি সভাপতি বিজয়কৃষ্ণ নাথ গভীর শোক প্রকাশ করে বলেন: "রংপুরবাসি হারালো একজন যথার্থ সজ্জন পরোপকারী লোক"।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.