Header Ads

বলিউড সুপার স্টার শারুখ খানের পুত্র মাদক ব্যবহার করে আটক

নয়া ঠাহর,     ওয়েভ ডেস্ক। বলিউড সুপার স্টার শারুখ খানের পুত্র আর্য্য খান কে   দেশের  নারকটিক  কন্ট্রোল  ব্যুরো   কোকেন, চর স  সহ অন্যান্য মাদক ব্যবহারের জন্যে আটক করেছে। মোট দশ জনকে আটক করা    হইছে বলে সংবাদ সূত্রে জানা গেছে।তাকে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.