বলিউড সুপার স্টার শারুখ খানের পুত্র মাদক ব্যবহার করে আটক
নয়া ঠাহর, ওয়েভ ডেস্ক। বলিউড সুপার স্টার শারুখ খানের পুত্র আর্য্য খান কে দেশের নারকটিক কন্ট্রোল ব্যুরো কোকেন, চর স সহ অন্যান্য মাদক ব্যবহারের জন্যে আটক করেছে। মোট দশ জনকে আটক করা হইছে বলে সংবাদ সূত্রে জানা গেছে।তাকে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে।
কোন মন্তব্য নেই