Header Ads

ভবানীপুরে মমতা এগিয়ে, জিতবেন তিনিই,আবির খেলা শুরু

নয়া ঠাহর  কলকাতা ,ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলা দশ টা পর্যন্ত  প্রায় তিন হাজার ভোটে এগিয়ে আছেন। ট্রেন্ড বলছে তিনিই জিতছেন।  জঙ্গিপুর  এবং শামসের গঞ্জে  তৃণমূল এগিয়ে আছে। ভবানীপুর বিজেপি র  প্রিয়াঙ্কা টিব্রে ওয়াল, সি পি এমের  শ্রী জীব বিশ্বাস   প্রতিদ্বন্দ্বীতা করছেন।  সমসেরগঞ্জ তৃণমূলের  আমিরুল ইসলাম ,কংগ্রেস দলের জাইদুর রহমান  এবং  জঙ্গিপুর কেন্দ্রে  তৃণমূলের জাকির হোসেন ও কংগ্রেস দলের সুজিত দাস লড়ছেন।কালীঘাটে মমতার সমর্থকরা সবুজ আবির খেলা শুরু   করেছেন।  হেস্টিংস এর বিজেপি অফিস সুনসান   ফাঁকা অফিস। বিজেপি অভিযোগ করেছে তৃণমূল রিগিং করেছে। মমতা বেলা এগারটা পর্যন্ত বার হাজার ভোট  এগিয়ে ,৫০ হাজার ভোটের ব্যাবধানে মুখ্যমন্ত্রী জিতবেন বলে তৃণমূল দাবি করেছে। বিজেপি দলে  ভাঙন শুরু হইছে,রাজগঞ্জ  এর বিজেপি বিধায়ক  কৃষ্ণা কল্যাণী দল ছাড়ার কথা বলেছেন। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার দল না ছাড়ার আবেদন করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.