৫৮ হাজারের বেশি ভোট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রেকর্ড ভাঙলেন
নয়া ঠাহর কলকাতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্োপাধ্যায় আগের নির্বাচনে নিজের রেকর্ড ভেঙে ৫৮ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে জয় লাভ করেন। তবে পোস্টাল ব্যালট গণনা করলে আরো বাড়বে। জঙ্গিপুরে তৃণমূল পার্থী জাকির হোসেন এবং সমসেরগঞ্জে তৃণমূল পার্থী জয়লাভ করেন। সাংসদ অধীর চৌধুরী বলেন রাজ্যের একজন মুখ্যমন্ত্রী যে জিতবেন তাতে নতুন কিছু নেই।তবে তিনি মাত্র ৫৩শতাংশ মানু ষের ভোট পান। মানুষের মধ্যে উচ্ছাস আনন্দ নেই। মমতার জেতার খবরে রাজ্যে সবুজ আবির খেলা শুরু হইছে।কালীঘাটে অকাল দুর্গা পূজা শুরু হয়েছে।মমতা ভোট পেয়েছেন ৭৬,৪১৩ ভোট, বিজেপিব প্রিয়াঙ্কা টিব রেওয়াল ৮৪,৭০৯ টি এবং সি পি এম এর শ্রী জীব মাত্র ৪২০১ টি ভোট পান।
কোন মন্তব্য নেই