Header Ads

মডেল রাজ কন্যা বরুয়া পুনরায় গ্রেফতার



নয়া ঠাহর  গৌহাটি , মডেল রাজকন্যা   বড়ুয়া  গাড়ি  চালিয়ে ৮জন শ্রমিক কে আহত করে।একজনের পা কাটতে  হয়েছিল।সেই জি এন আর সি হাসপাতালে অসুস্থ বলে  মিথ্যা কথা বলে ভর্তি হন।হাসপাতালের এক ডাক্তার তাকে রক্ষা করার চেষ্টা করেন।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কড়া নির্দেশে পুলিশ হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে। মিথ্যা কথা বলে ভর্তি হন।সরকার ৬ডাক্তারকে নিয়ে এক মেডিক্যাল বোর্ড গঠন করে।বোর্ড  জানাই রাজকন্যা অসুস্থ  নন।  দিস পুর থানা তাকে  জিজ্ঞাসাবাদ করবে। এর আগেও সুরাশক্ত অবস্থায় রাজকন্যাকে   ধরা  হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.