পশ্চিমবঙ্গ একাংশ বন্যায় ভাসছে,মমতা বললেন ম্যান মেড বন্যা
নয়া ঠাহর,কলকাতা পশ্চিমবঙ্গের মেদিনীপুর হুগলি,বীরভূম সহ কয়েক টি জেলা ডিবি সির ছাড়া জলে বন্যার সৃষ্টি হইছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্োপাধ্যায় দামোদর ভ্যালি কর্পরেশনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন তাদের না জানিয়ে জল ছাড়ছে। বলেন মানব সৃষ্ট বন্যা। তিনি কাল হেলিকপ্টার করে বন্যা পরিদর্শন করবেন।
কোন মন্তব্য নেই