অসম কে হিন্দু রাজ্য করতে চায় বিজেপি,বললেন বিন্দা কা রাত
অমল গুপ্ত,কলকাতা , গুয়া হাটি। অসমের ধলপু রে র গরু খুঁটি তে উচ্ছেদ অভিযান নিয়ে দেশ জুড়ে আজও প্রতিবাদ চলছে। এমনকি পাকিস্থান প্রতিবাদ করেছে।আমেরিকার এক শহরে প্রতিবাদ মিছিল বেরিয়েছিল। দেশের সোশাল মিডিয়া তে উচ্ছেদ অভিযান নিয়ে সরব সবাই।কিন্তু হিন্দু জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনো অন্যায় হলে কোনো সংগঠন পথে নামে না। বাংলাদেশে ,পাকিস্থানের হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ হলে বাম পন্থী দল গুলো প্রতিবাদ করে না। অসমে ডিটেনশন ক্যাম্পে হিন্দু জনগোষ্ঠীর প্রতিনিধিরা অত্যাচারিত হলে প্রতিবাদ করে না। অসমে ধোলাই 6 জন হিন্দু গরীব কৃষক কে আলফা জঙ্গিরা গুলি করে হত্যা করলো কারো প্রতিবাদ নেই বলে বাঙালি যুব ছাত্র পরিষদ অভিযোগ করেছে। সি পি এম নেত্রী বি ন্দা কারাত কি সেই খবর রাখেন।তিনি গারুখুটির ঘটনা প্রতিবাদ করেছেন।তিনি অভিযোগ করেছেন হাজার হাজার মানুষকে বিনা নোটিশে উচ্ছেদ করা হল।খোলা আকাশের তলে নিরাপত্তাহীন ভাবে বাস করছে। তাদের পুনর্বাসনের দাবি জানান। এদিকে হিন্দুত্ব বাদি বিজেপি সরকারের মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেছে বঙ্গীয় মূলের মুসলিমরা দিসপুর দখলের নীল নকশা প্রস্তুত করেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই অভিযোগ করেছেন।তিনি অভিযোগ করেছেন গরুখুটিতে উচ্ছেদ করা দশ হাজার ব্যাক্তির মধ্যে ছই হাজারের নাম নেই এন আর সি তে। তারা সম্প্রতি সেখানে গিয়েছে। বলেন যে সব কেন্দ্রে মিঞা মুসলিম বা বঙ্গীয় মুসলিম তারা 2050সালের মধ্যে দিস পুর দখল করতে চাইছে।
কোন মন্তব্য নেই