মা দুর্গা বিসর্জন সময়ে নাশকতা ,সতর্কবার্তা নবান্নের
নয়া ঠাহর,কলকাতা আগামী নবমী দশমী র সময় নাশকতার সম্ভব নার কথা বলেছে নবান্ন।রাজ্যবাসী কে সতর্ক করে দিয়েছে।এদিকে দিল্লিতে নাশকতার কথাও বলেছে।স্বরাষ্ট্র মন্ত্রক।আজ দিল্লিতে এক জঙ্গিকে গ্রেফতার করা হইছে। কাশ্মীরে গতকাল জঙ্গি দমন অভিযানে 5 ভারতীয় সেনা নিহত হওয়ার পর। অভিযান তীব্র করা হইছে। আজ পাক জঙ্গি নিহত হওয়ার খবর গেছে।
কোন মন্তব্য নেই