Header Ads

উত্তর প্রদেশের লখিম পুরে খেরিতে কৃষক হত্যা

নয়া ঠাহর,  ওয়েভ ডেস্ক।  উত্তরপ্রদেশের লাখিম পুরের খেরিতে  গতকাল  কৃষক হত্যাকে কেন্দ্র করে দেশ জুড়ে   প্রতিবাদ আন্দোলন শুরু  হইছে।  তৃণমূল,কংগ্রেস,সমাজবাদী পার্টি, সিপিএম সহ বামপন্থী দল গুলো   তীব্র  নিন্দা করেছে।পশ্চিমবঙ্গের   মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্োপাধ্যায় তীব্র নিন্দা করে সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তৃণমূলের  এক প্রতিনিধিদল  যাবেন। কেন্দ্রের প্রতিমন্ত্রী ওজয় মিশ্র র  কনভয়ের গাড়ি  কৃষকদের পিষে দিয়েছে বলে অভিযোগ করা হইছে।  কৃষকরা তিনটি গাড়ীতে আগুন লাগিয়ে দিয়েছে বলে সরকার অভিযোগ করেছে। মন্ত্রীর ছেলে কনভয় এর গাড়ি চালাচ্ছিলেন বলে ভারতীয় কিষান ইউনিয়ন  অভিযোগ  করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.