Header Ads

"কলকাতা টিভির" বিরুদ্ধে কেন্দ্রের নোটিশ



নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা: কলকাতা টিভি  বন্ধ করে দেওয়ার নোটিশ কেন্দ্রের। সাত দিনের মধ্যে জবাব দিতে না পারলে লাইসেন্স বাতিল করে  দেবার  হুমকি দিয়েছে কেন্দ্র।  এই  টিভি চ্যানেল মোদী সরকারের সমালোচনা করে অভিযোগ তুলে নোটিশ দেওয়া  হইছে।বিভিন্ন সংবাদ পত্র তার সমালোচনা করেছে। কেন্দ্রীয় সরকার  চ্যানেল টি জাতীয় নিরাপত্তাকে গুরুত্ত দিচ্ছে না বলে অভিযোগ তুলেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.