Header Ads

গোয়ার প্রাক্তন মুখ্মন্ত্রী লুইজীন হো ফালেই রো তৃণমূলে যোগ দিলেন



নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : গোয়ার প্রাক্তন  মুখ্যমন্ত্রী  লুইজিনহো  কংগ্রেস দলের সাতবারের  বিধায়ক দুবারের প্রাক্তন মুখমন্ত্রী তৃণমূল কংগ্রেস দলে যোগ দিলেন। তিনি আজ  কলকাতা এসে মমতা  বন্দ্যোপাধ্যায়ের  সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিক সম্মেলনে  বক্তব্য রাখেন।

তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফালেরিও। মঙ্গলবার সন্ধ্যাতেই তিনি কলকাতায় এসেছিলেন। বুধবার তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে আগামী দিনের চলার পথ নিয়েও কথাবার্তা বলেন তিনি। তাঁর সঙ্গেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ একাধিক নেতৃত্ব তৃণমূলে যোগ দিয়েছেন। সেক্ষেত্রে গোয়ায় সংগঠন বৃদ্ধির ক্ষেত্রে যে কয়েকধাপ এগিয়ে গেল তৃণমূল এটা অনেকেই মনে করছেন। এনিয়ে টুইটও করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘এটা আমার কাছে খুবই গর্বের যে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাত বারের বিধায়ক, গোয়ার নামকরা রাজনীতিবিদ লুইজিনহো ফালেরিওকে তৃণমূল পরিবারে স্বাগত জানাতে পেরেছি। গোয়াবাসীর পাশে আমরা একসঙ্গে দাঁড়াব। গোয়াতে নতুন ভোরের জন্য আমরা লড়াই চালিয়ে যাব।টুইট করে জানিয়েছেন তৃণমূল নেত্রী। এর সঙ্গেই তিনি জানিয়েছেন, ‘এমজিপির প্রাক্তন বিধায়ক শ্রী লাভু মামলেদার, কংগ্রেস নেতা যতীশ নায়েক, বিজয় পাই, মারিও পিন্টো ডি সান্টানা ও আনন্দ নায়েককেও স্বাগত জানিয়েছি। এর সঙ্গেই সাহিত্য আকাদেমি পুরষ্কারপ্রাপ্ত বিখ্যাত কবি শিবদাস সনু নায়েক, সাউথ গোয়ার আইনজীবী অ্যাসোসিয়েশনের সভাপতিও তৃণমূলে যোগ দিয়েছেন। সকলকেই তৃণমূল পরিবারে স্বাগত।’ 

এদিকে এদিন নবান্নে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন লুইজিনহো। প্রসঙ্গত তিনি সম্প্রতি কংগ্রেস ছেড়েছেন ও বিধায়ক পদ থেকেও পদত্যাগ করেছেন। তৃণমূল সূত্রে খবর, আগামী দিনে লুইজিনহোকে গোয়াতে তৃণমূলের মুখ হিসাবে তুলে ধরা হবে। মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী হিসাবে তাঁকে প্রচারের আলোয় নিয়ে এসে গোয়াতে সংগঠন বিস্তারে মন দেবে তৃণমূল। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.