Header Ads

প্রযুক্তিগত ত্রুটির জন্যে রণ গ্রাম সেতু সংস্কার বিলম্ব ঘটছে : পৌর পিতা দেবাশীষ চ্যাটার্জী

অমল গুপ্ত, কান্দি : কান্দি  বহরমপুর  যোগাযোগ ব্যাবস্থা ভেঙে পড়েছে। লাখ লাখ মানুষ   রণ গ্রাম সেতু ভেঙে পড়ায় দুরবস্থার মধ্যে পড়েছে।  আজ কান্দি পৌর সভার প্রশাসক দেবাশীষ চ্যাটার্জী  বলেন, সরকারের আন্তরিকতার কোনো খামতি নেই।  কিন্তু প্রযুক্তি গত ত্রুটির জন্যে   নির্মাণে বাধার সৃষ্টি হচ্ছে। পি ডাবলু   বিভাগ অনেক চেষ্টা করছে।  বিকল্প রাস্তা নির্মাণের চেষ্টা করে ছিল। কিন্তু মাটি বার বার  ধসে    যাচ্ছে। সম্ভব হচ্ছে না। আশ্বাস দেন, যত তাড়াতাড়ি সম্ভব রণ গ্রাম সেতু নির্মাণ সম্পূর্ণ হবে। তবে কবে, বলা সম্ভব   না।  প্রাক্তন  অর্থমন্ত্রী প্রণব  মুখার্জী  কান্দি মাস্টার প্ল্যান বাস্তবায়নে ৪০০ কোটি টাকা মঞ্জুর করে ছিলেন। তিনটি নদীর উপর সেতু নির্মাণ হল। কান্দির সঙ্গে  আজও  লিংক  স্থাপন করা হল না। সেই সম্পর্কে কান্দি পৌরপিতা   চ্যাটার্জী বলেন, কান্দির বন্যা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে এই টাকা বরাদ্দ করে ছিলেন কিন্তু বন্যার সঙ্গে সেতু নির্মাণের    কোনো সম্পর্ক নেই। তাছাড়াএই তিন সেতুর  রাস্তা নির্মাণে  প্রচুর জমির  প্রযোজন।  কে জমি দেবে বলে প্রশ্ন তোলেন তিনি। কান্দির  উন্নয়ন   সম্পর্কে দেবাশীষ বাবু বলেনমাত্র ৩৩দিন  চেয়ারে বসেছি, আগের সব  উন্নয়ন প্রকল্প চালু আছে। আরনতুন  প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। কান্দির সার্বিক উন্নয়নে তারা সচেষ্ট, আন্তরিকতার কোনো ঘাটতি নেই।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.