লোক সংগীত শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য র জন্মদিন কে লোকসংহতি দিবস হিসাবে পালন
নয়া ঠাহর গুয়াহাটি:বরাকের লোক শিল্পী, ,সংগীত গবেষক কালিকা প্রসাদ ভট্টাচার্য র 11সেপ্টেম্বর জন্ম দিনটিকে অসম সরকার লোক সংহতি দিবস হিসেবে উদযাপন করা হবে বলে ঘোষণা করেছে। আজ বরাকের মানুষ সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে। কালিকা প্রাসাদ শুধু এই অসমেই নয় সারা দেশে খুব জনপ্ৰিয় লোক গবেষক, লোক শিল্পী। অসমের মুখ উজ্জল করেছেন।তিনি এক মোটর দুর্ঘটনায় মারা যান। তার প্রতি সম্মান জানাতে সরকারের এতগুলি বছর লেগে গেল।








কোন মন্তব্য নেই