Header Ads

কলকাতায় "আমরা বাঙালি "র পঞ্চম সন্মেলন অনুষ্ঠিত হল



   কলকাতা :  গত ৯ ই সেপ্টেম্বর কলকাতার সমাজ ভবনে "আমরা বাঙালী"র পঞ্চম  জেলা সন্মেলন অনুষ্ঠিত হল ।  উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সচিব জ্যোতি বিকাশ সিনহা , সাংগঠনিক সচিব জয়ন্ত দাশ সহ কলকাতা জেলা নেতৃত্ব ।
 এক প্রেসবার্তায় দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা ছাত্র নেতা তপোময় বিশ্বাস বলেন-- শোষণমুক্ত স্বয়ংসম্পূর্ণ  বাঙলা গড়ার লক্ষ্যে 'আমরা বাঙালী' সংগঠন কলকাতা শহর জুড়ে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে আন্দোলন করে আসছে সেই আন্দোলনের গতি ত্বরান্বিত করতে , বিগত ত্রৈবার্ষিক 'আমরা বাঙালী' কলকাতা জেলা কমিটির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গত ৯ সেপ্টেম্বর, শ্যামবাজারের সমাজ ভবনে সন্মেলন করে  নতুন  কলকাতা জেলা কমিটি গঠন করা হল । সর্বসম্মতিক্রমে জেলা সচিব নির্বাচিত হয়েছেন শ্রী হিতাংশু ব্যানার্জি।
     নব ঘটিত কমিটির সদস্য-সদস্যা তালিকা নিম্নরূপ--- 

শ্রী হিতাংশু ব্যানার্জি ( সচিব )
শ্রী সুনীল চক্রবর্তী ( পঞ্চ শাখা সচিব )
এস পি সিং ( যুগ্ম সচিব )
রঞ্জিত দত্ত ( অর্থ সচিব )
সুনীল জানা ( কার্যালয় অধ্যক্ষ)
স্বাগতা ব্যানার্জী ( প্রচার সচিব )
গোপাল রায় চৌধুরী ( সদস্য )
কৃষ্ণ পাল ( সদস্য )
ঝন্টু মাইতি ( সদস্য )
অম্বর চ্যাটার্জী ( সদস্য )
তপন সমাদ্দার ( সদস্য )
অনির্বান মুখার্জী ( সদস্য )
যুথিকা চ্যাটার্জী ( বাঙালী মহিলা সমাজ সদস্য )
দিলীপ সরকার ( সদস্য )

      আমরা নিশ্চিত ভাবে বলতে পারি , নবঘটিত কলকাতা জেলা কমিটি 'আমরা বাঙালী' র আন্দোলনের গতিকে ত্বরান্বিত করবেই.

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.