Header Ads

ভবানীপুরে প্রিয়ঙ্কা তিবরেওয়াল বনাম মমতা বন্দ্যোপাধ্যায়

নয়া ঠাহর গুয়াহাটি:  তিনি একজন আইনজীবি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় র  আইনি   পরামর্শ দাতা, হিংসা পরবর্তী  হিংসার বিরুদ্ধে মামলা করে লড়েছেন    প্রিযাঙ্ক তিবরেওয়াল জিতেছেন। সি বি আই  তদন্ত করছে। আইন জিবি তিবরেওয়ালার বিরাট সফলতা কেন্দ্রীয় সরকার  খুশি হয়েছে। গত  বিধানসভা নির্বাচনে এন্টালি থেকে পরাজিত হয়েছেন। কলকাতা পুরসভা নির্বাচনেও জয় পান নি।তার পরেও  লড়াকু নেত্রীর  প্রতি বিজেপি আস্থা রেখেছে। যুব মোর্চার রাজ্য সহ সভানেত্রী তিবরেওয়ালা কেই মমতার বিরুদ্ধে যোগ্য  প্রাথী বলে ভেবে নিয়েছে। ভবানীপুর  উপ  নির্বাচনে তাকে জেতাতে 20 জন তারকা প্রচারকের তালিকা তৈরি হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি  প্রধান ভূমিকা নেবেন। বাঙালি ঘরানার  মেয়ে চোস্ত বাংলা বলেন।  মুখ্যমন্ত্রী  মমতার   বন্দ্যোপাধ্যাযের বিরুদ্ধে তার লড়াই নয়  অন্যাযের বিরুদ্ধে তাঁর এই লড়াই বলে মন্তব্য করেছেন  আইনজীবী তিবরেওয়াল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.