Header Ads

অসমে দুর্নীতির পাহাড় জমেছে মুখ্যমন্ত্রী একা কি করবেন?

অমল গুপ্ত,কলকাতা, গুয়াহাটি:অসমে মুখ্যমন্ত্রী পদে বসে  হিমন্ত বিশ্ব শর্মা  রাজ্যের সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে  জেহাদ ঘোষণা করেছেন। মাদকের বিরুদ্ধে জেহাদ  দেশে তুলনা নেই।  এবার   জেলা পরিবহন কার্যালয়ে  ব্যাপক দুর্নীতি আর সার্কেল অফিসগুলোর দুর্নীতি বিরুদ্ধে মুখ্যমন্ত্রী জেহাদ ঘোষণা করেছেন। তিনি    গৌহাটি জেলা পরিবহন কার্যালয়ে ৩৮২জন দালালের তালিকা দেখে স্তম্ভিত হয়েছেন।বলেছেন টিচার এলিজিবিটি টেস্ট  পরীক্ষার নকল  সার টিফিকেট জোগাড় করে একাংশ চাকরি নিয়েছেন। ট্রেড লাইসেন্স নিতে ত্রিশ হাজার টাকা ঘুষ দিতে হচ্ছে।  বলেন  নিজেও ড্রাইভিং লাইসেন্স নিতে পারছেন না।তার রক্তের গ্রুপ ভুল লেখা হয়েছে। বলেন ডী টি  অফিসে ৩৮২জন দালাল লাগাম ছাড়া   সম্পত্তির পাহাড় গড়েছেন।  এই প্রতিবেদক আরো এক দুর্নীতি মুখ্যমন্ত্রীর গোচরে আনতে চাইছেন   এই প্রতিবেদকের খুব পরিচিত মহিলা  বেলতলা  এ জি অফিসের কর্মী বৈশাখী  চক্রবর্তী   বেলতলা এলাকার এক ব্যাংক থেকে   টাকা তুলে  ফিরছিলেন বলে মা  জানিয়েছেন। বশিষ্ট এলাকায় তার   টো টো আটকিয়ে কোনো দুষ্কৃতি তার মাথায় আঘাত করে ,ট টো পালিয়ে  যাই। রাস্তায় লুটিয়ে পড়ে ।তাকে কেউ জি এন আর সি তে  সিক্স মাইলে ভর্তি  করে। তাকে বাঁচানো যাই নি।তার টাকার ব্যাগ মোবাইল সব ছিনিয়ে নেয়।এত বড় ঘটনার পর মুখ্যমন্ত্রীর পুলিশ বিভাগ কোন ব্যাবস্থা  গ্রহণ করেনি। বশিষ্ঠ থানা  কোনো ব্যাবস্থা গ্রহণ করেনি।  ট্রাফিক পুলিশ  কোনো ব্যাবস্থা গ্রহণ করেনি।   পুলিশের দুর্নীতি বড় দুর্নীতি।মুখ্যমন্ত্রী কি ব্যাবস্থা গ্রহণ করছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.