চীনারা উত্তরাখণ্ডে ঢুকে সেতু ভাঙ্গে
নয়া ঠাহর,ওয়েভ ডেস্ক- চিনারা উত্তরাখণ্ডের এক ছোট সেতু ভেঙে ফেলেছে। চিনা পিপলস লিবারেশন আর্মি এই কাজ করেছে।ভারতীয় সেনা সেখানে ছুটে গেছে। সেখান থেকে প্রায় 60 কিলো মিটার দূরে চিনা দের আর্মি ক্যাম্প।এই সেতু দিয়ে খচ্চর ও মাল পত্র বহন করা হত। ভারতীয় সেনা প্রধান বলেছেন এর উপযুক্ত জবাব দেওয়া হবে।
কোন মন্তব্য নেই