Header Ads

ব্রহ্মপুত্রে তলিয়ে যাওয়া তিন জন যুবকের দেহ উদ্ধার, একজনের খবর নেই ,উদ্ধার অভিযান চলছে

ব্রহ্মপুত্র নদীতে তলিয়ে যাওয়া  কিশোর  এখনো নিখোঁজ ,তৃতীয় দিনে শেষ তল্লাশি অভিযান। 


 দেবযানী পাটিকর,গুয়াহাটি,২৮ সেপ্টেম্বর। ব্রহ্মপুত্র নদীতে স্নান করতে গিয়ে রবিবার তলিয়ে যায় চার কিশোর। এদের মধ্যে তিনজন কিশোরের দেহ উদ্ধার হলেও চতুর্থ  কিশোর দীপ সরকারের(১৪) কোনো সন্ধান পাওয়া যায়নি ।আজ মঙ্গলবার তৃতীয় দিনেও চলছে তল্লাশি অভিযান ।জালুকবাড়ি পুলিশ এনডিআরএফ ,এসডিআরএফ বাহিনী ,নদী পুলিশের সংযুক্ত প্রচেষ্টায় ব্রম্মপুত্রের বুকে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।তবে আজই শেষ করা হল তল্লাশি অভিযান।

দ্বিতীয় দিনে শোয়ালকুচি বোকো থেকে পাণ্ডু ঘাট পর্যন্ত তল্লাশি অভিযান চালানো হয়। মঙ্গলবার সকাল থেকে পান্ডু ঘাটের আশেপাশের  জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে।

এদিকে সোমবার নিখোঁজ দীপ সরকারের পরিবারের সাথে দেখা করেন ভারতীয় জনতা পার্টি অসম প্রদেশের সভাপতি ভবেশ কলিতা। তিনি শোক স্তব্ধ পরিবারকে সান্ত্বনা জানান। ভবেশ কলিতা সমস্ত অভিভাবককে সচেতন হবার জন্য  আহ্বান জানিয়েছেন। প্রশাসনকে পান্ডু ঘাটের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা ঘাটে ব্যারিকেড দেওয়ার জন্য আর্জি জানিয়েছে। প্রতি বছরই এরকম মর্মান্তিক ঘটনা  পান্ডু ঘাটে থাকে। কারণ ব্রম্মপুত্রের চোরাস্রোত  উপর থেকে বুঝতে পারা যায় না।

এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা স্তব্ধ হয়ে পড়েছে । মেধাবী কিশোরদের মৃত্যুকে মেনে নিতে পারছে না কেউই। 

উল্লেখ্য যে রবিবার দুপুরের দিকে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় অবিনাশ দাস, জিৎ দাস ,দয়াল শেখ ও দীপ সরকার। এদের মধ্যে তিনজনের দেহ উদ্ধার হলেও দীপ সরকার এখনও নিখোঁজ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.