Header Ads

জলের সমস্যা নিয়ে মন্ত্রী রঞ্জিত কুমার দাসের কাছে দারস্থ নাগরিক অধিকার সুরক্ষা সমিতি

 


নয়া ঠাহর প্রতিবেদন হাইলাকান্দি: গতকাল মহিলা কলেজ হাইলাকান্দিতে বিজেপির কর্মীসভায় আসামের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী মাননীয় রঞ্জিত কুমার দাস এর নিকট নাগরিক অধিকার সুরক্ষা সমিতি হাইলাকান্দি এক প্রতিনিধি দল মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে হাইলাকান্দির শহরের পানীয় জলের সমস্যা তুলে ধরা হয়। ১৬ টি ওয়ার্ডের জল সরবরাহ হয় না। ৪০ বছরের ছিদ্রযুক্ত পুরানো পাইপ দিয়ে নোংরা,অপর্যাপ্ত জল সরবরাহ করা হয়। এই সমস্যা নিরসনে,এবং জল সরবরাহ ব্যবস্থা কে ঢেলে সাজানোর জন্য ৯২ দশমিক ৯০ লাখ টাকার একটি ইস্টিমিট জনস্বাস্থ্য কারিগরি বিভাগের চিফ ইঞ্জিনিয়ার গৌহাটিতে পাঠানো হয় ১/৭/২০১৯ ইংরেজিতে,চিফ ইঞ্জিনিয়ার ২৪/৭/২০১৯ ইংরেজিতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সেক্রেটারি কে পাঠিয়ে দেওয়া হয়। যা আজ পর্যন্ত সেখানেই পড়ে আছে,এ ব্যাপারে মন্ত্রী মহাশয় দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন এ ব্যাপারে আমি দেখছি। এসব বৃত্তান্ত হাইলাকান্দি নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক রঞ্জিত ঘোষ জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.