নতুন স্বাদে চন্দ্রাণীর গান - ক্লান্ত মন
নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : সুদীর্ঘ করোনাকাল শেষে শারদ উৎসবের দোলা লাগতেই নতুন আমেজে নিজেকে মেলে ধরলেন সুকন্ঠী তরুনী শিল্পী চন্দ্রাণী চ্যাটার্জী। ঋষভের সুর আর মনোতোষের সঙ্গীত পরিকল্পনায় জয়দীপ ঘোষের লেখা "ক্লান্ত মন", চন্দ্রানীর মন উতলা করা গলায় পুরোনো দিনের স্মতিকে যেন উসকে দিল। পেশায় স্কুল শিক্ষিকা, নেশায় সংগীত শিল্পী চন্দ্রানীর কথায়, অতি আধুনিকতার সুরে ভেসে না গিয়ে বাংলা মেলোডিকে ফের বাঙালি শ্রোতাদের কাছে ফিরিয়ে আনার অনবদ্য চেষ্টা করেছেন তিনি । 'আমাদের গান' - সিরিজে 'ক্লান্ত মন', গানটি শুধু আধুনিক বাংলা মেলোডিকে ফিরিয়ে আনা নয়,চন্দ্রাণীর সুন্দর পরিবেশনা, অপূর্ব দৃশ্যনির্মান অনেক উচ্চতায় নিয়ে গেছে গানটিকে।গানটি রিলিজ করেছে Audio Curry নামে মুম্বাইয়ের একটি প্ল্যাটফর্ম।
ইউটিউবে প্রকাশের পর গানটির অডিও - ভিডিও শ্রোতাদের দারুনভাবে মুগ্ধ করেছে। গানটি শুনে নিজেদের মনের ভাব প্রকাশ করতে বাংলা গানের শ্রোতাদের কাছে আবেদন জানিয়েছেন শিল্পী চন্দ্রাণী চ্যাটার্জী।
কোন মন্তব্য নেই