Header Ads

এবার দুর্গা পুজোয় ঠাকুর দেখার সুযোগ পাবেন দর্শনাথীরা

  


নয়া ঠাহর প্রতিবেদনঃ এবার দুর্গাপুজোয় ঠাকুর দেখার সুযোগ পাবে দর্শনার্থীরা। বৃহস্পতিবারই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে অক্টোবরের ১০ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত পুজো দেখার জন্য নাইট কার্ফুতে ছাড় দেওয়া হচ্ছে। অর্থাত্‍ সারা রাত ঠাকুর দেখতে পারবেন সাধারণ দর্শনার্থীরা। চলতি মাসের প্রথম দিকেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পরিস্থিতি বুঝে পুজোয় কী কী ছাড় দেওয়া হবে সেটা ঘোষণা করা হবে। ৩০ সেপ্টেম্বরই শেষ হচ্ছিল করোনা বিধিনিষেধের মেয়াদ। ফলে এদিনই নতুন নির্দেশিকা জারি করল নবান্ন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যা যা বিধিনিষেধ জারি ছিল তাই থাকবে বলে জানিয়ে দিয়েছে নবান্ন। ফলে এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন। তবে দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত নাইট কার্ফু শিথিল করা হল।

অনেকে আশা করেছিলেন অক্টোবর থেকে লোকাল ট্রেন চলাচলে অনুমতি দিতে পারে রাজ্য সরকার। কিন্তু তাঁদের আশায় জল ঢেলে নবান্ন জানিয়ে দিল আগামী একমাস লোকাল ট্রেন চালানোর কোনও ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। ফলে ৩০ অক্টোবর পর্যন্ত যেমন স্টাফ স্পেশাল লোকাল ট্রেন চলছে সেরকমই চলবে। একই সঙ্গে মেট্রোরেলের নিয়ন্ত্রন একই থাকবে। যদিও পুজোয় ঠাকুর দেখা নিয়ে বড় স্বস্তি দিল নবান্ন। দর্শনার্থীদের সুবিধা করে দিতে ১০ থেকে ২০ অক্টোবর রাত্রিকালীন কার্ফু থাকবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.