Header Ads

ভবানীপুরে প্রচারের শেষ দিন বিজেপি কর্মীকে মারধোর

নয়া ঠাহর,কলকাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  প্রতিদ্বন্দ্বীতা করছেন ভবানীপুরে থেকে।সারা দেশ তাকিয়ে আছে। মুখ্যমন্ত্রী বলেছেন বি মানে ভারত,সেই ভারত জয় করতে তিনি নেমেছেন।এরপর তৃণমূল গোয়া,অসম,ত্রিপুরা জয় করবে।ইতিমধ্যে গোয়ার প্রাক্তন মুখ্মন্ত্রী তৃণমূলে যোগ  দেবার  কথা চলছে। মেঘালয়ের কংগ্রেস নেতা ইতিমধ্যে তৃণমূল দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই প্রেক্ষাপটে ভবানীপুর  কেন্দ্র কে ঘিরে রাজনীতি  উত্তপ্ত ,গতকাল বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রচারে গিয়ে বাধা পান। তার কর্মীদের মারধোর করা হয়।  সাংসদ অর্জুন সিং প্রচারে গেলে তাকেও বাধা দেওয়া হয়।  তৃণমূলের স্লোগান    জয় বাংলা,  বি জে পীর স্লোগান ছিল  জয়  শ্রী রাম। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.