Header Ads

ভারত বনধের তেমন প্রভাব পরেনি বদরপুর শহরে

সুব্রত দাস, বদরপুর : তিন কৃষি আইন পাশের একবছর পূর্তি। এই আইনের বিরোধিতা করে সোমবার ভারত বনধের ডাক দিয়েছে ৪০টি কৃষক সংগঠনের সংযুক্ত মোর্চা। এই বনধকে সমর্থন করেছে বাম,কংগ্রেস,অবিজেপি রাজনৈতিক দল। কিন্তু তার প্রভাব বদরপুর শহর এলাকায় তেমনটা দেখা গেল না। প্রতিদিনের মতো বদরপুর শহরে মাছ বাজার,সব্জী বাজার খোলা। লোকজন বাজার হাটে কেনাকাটা করতে দেখা গিয়েছে। দোকান-পাঠ প্রায়ই সব খোলা। ছোট বড় সব ধরনের গাড়ি যাতায়াত করতে দেখা গিয়েছে। তবে যাত্রীবাহী ট্রাভেলার যাতায়াত করতে দেখা যায়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.