ফটোগ্রাফার বিজয় বানিয়া গ্রেফতার
নয়া ঠাহর, গুয়াহাটি অসমের দরোং জেলাতে গুলি চালানোর ঘটনা তে লজ্জাজনক ভূমিকা গ্রহণ করা সাংবাদিক বিজয় বনিয়া কে অসম পুলিশ গ্রেফতার করেছে।এই সাংবাদিক গুলিতে নিহত এক ব্যাক্তির মরদেহ র উপর উঠে নাচেন বলে গুরুতর অভিযোগ উ ঠেছিল। এই ছবি দেশ জুড়ে ভাইরাল হয়েছিল।
কোন মন্তব্য নেই