Header Ads

অসম দ্বিতীয় কাশ্মীর হওয়ার পথে সতর্ক বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার


অমল গুপ্ত,কলকাতা, গুয়াহাটি: অসমের পরিস্থিতি খুব খারাপ, অসমের  জন বিন্যাস  মৌল বাদী,কার্য্যাকলাপ ইত্যাদির ঘটনা ক্রম নিয়ে রাজ্যের বিশেষ এক জনগোষ্ঠীর দিকে আঙ্গুল তুলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  বলেন অসম  দ্বিতীয় কাশ্মীর হওয়ার দিকে এগোচ্ছে। তিনি শিলচর থেকে গুয়াহাটি ফেরার পথে আর এস এস  কার্য্যালয়ের  কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর এই সতর্কবার্তা শোনান। বলেন, এন আর সি, কা নিয়ে  অসমীয়ারা  প্রথমে বাঙালি হিন্দুদের দায়ী করে ছিল।এখন পরিস্থিতি তা নয়।বাঙালি হিন্দুদের থেকে যে কোনো বিপদ আসবে না তা বুঝতে পেরেছে। মুখ্যমন্ত্রী দুদিন বরাক সফর শেষে সিলচরে আর এস এস এর সদর কার্য্যালয় কেশব নিকেতন গিয়ে কর্ম কর্তাদের সঙ্গে বৈঠকের শেষে আর এস এস কর্মকর্তাদের কাছে আর্জি জানান আপনারা হিন্দু অধ্যুষিত এলাকা গিয়ে হিন্দুদের  একত্রিত করুন জোটবদ্ধ করুন। বলেন বিশেষ এক জনগোষ্ঠী ভেতরের অঞ্চলে বসবাস করে তাদের আগ্রাসন  বন্ধ করতে হবে ,তাদের থেকে হিন্দুদের বাঁচাতে  মুখ্যমন্ত্রী আর এস এস কে এগিয়ে আসার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.