Header Ads

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরাকে পা রেখে সংবর্ধনায় ভাসলেন হিমন্ত বিশ্ব শর্মা


সানি রায়, শিলচর: শনি ও রবি দুই দিনের কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী বরাকে বেশকিছু প্রকল্পের বাস্তবায়ন খতিয়ে দেখে নতুন প্রকল্পের ঘোষণা।কাছাড় জিলার বড়খলা বিধানসভা সমষ্টির প্রাক্তন বিধায়ক কিশোর নাথ এর উদ্যোগে মঞ্জুর হওয়া মিনি সচিবালয়ে এর কাজের গতি দেখে বিস্মিত মুখ্যমন্ত্রী শর্মা।শ্রীকোণায় চলতি মিনি সচিবালয়ে এর কাজের গতি ত্বরান্বিত করে আগামী ৩ বৎসরের মধ্যে সম্পন্ন করার জন্য আরোও ১১৬ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেয় 

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মিনি সচিবালয়ে এর কাজ পরিদর্শন কালে সঙ্গে ছিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায়,বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য,শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী,লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই,কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি ও পুলিশ সুপার রমণদীপ কৌর সহ পূর্ত বিভাগের আধিকারিক গণ। এদিন সংবাদ মাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী শর্মা স্পষ্টভাবে বলেন বরাকের বহু প্রতীক্ষিত দাবি অর্থাৎ মিনি সচিবালয় আগামী ৩ বৎসরের মধ্যে কাজ সম্পন্ন হবে এবং তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে নিজে এসেই উদ্বোধন করবেন। এমনটাই খুশির 

খবরে উপস্থিত বরাকের জনপ্রতিনিধিরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কে। তবে ব্রাত্য থেকে গেল বড়খলা সমষ্টির উন্নয়নে বিগত কার্যকালে একনিষ্ঠ দায়িত্ব পালনে ব্রতী থাকা প্রাক্তন বিধায়ক কিশোর নাথ। মুখ্যমন্ত্রীর মিনি সচিবালয় পরিদর্শনে দেখা যায় নি বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ কে। তাঁর অনুগামীরা এনিয়ে মুখ না খুললেও আভ্যন্তরীণ ক্ষোভ প্রকাশ পায় অনেকাংশে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.