ত্রিপুরা সি পি আই এমের রাজ্য সম্পাদক পদে বসলেন জিতেন্দ্র চৌধুরী
নয়া ঠাহর প্রতিনিধি, আগরতলা: ত্রিপুরায় সিপিআইএম'র নতুন রাজ্য সম্পাদক হলেন পোড়খাওয়া জনপ্রিয় নেতা জিতেন্দ্র চৌধুরী। এই সময়ের ত্রিপুরার রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি জিতেন্দ্র চৌধুরী দলের রাজ্য সম্পাদক হওয়ায় খুশির লহর বাম শিবিরে। হিন্দি, ইকরেজিতে পটু জিতেন্দ্র চৌধুরী অত্যন্ত সক্রিয় সোশাল মিডিয়াতেও। ১৯৯৩ সাল থেকে ২০১৪ সাল দীর্ঘ ২১ বছর তিনি ছিলেন ত্রিপুরার বাম মন্ত্রীসভার সফল মন্ত্রী। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ছিলেন লোকসভার সাংসদ। ত্রিপুরার অলি- গলি নখদর্পনে থাকা জিতেন্দ্র চৌধুরীকে ২০২৩ সালের বিধানসভা ভোটের আগে সামনে তুলে আনায় পাহাড়ে হারানো জন সমর্থন ফিরে পেতে বামেদের সুবিধা হবে বলে মনে করছেন ত্রিপুরার রাজনৈতিক বিশ্লেষকরা।
কোন মন্তব্য নেই