Header Ads

প্রধানমন্ত্রীকে অ্যামেরিকাতে সাদর সম্ভাষণ

নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  তিন দিনের আমেরিকা সফরকে ঘিরে বিশ্ব রাজনীতিতে  চর্চার বিষয়  হয়ে  উটেছে। প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস  প্রিন্সিপাল কমলা হ্যারিসের বৈঠক ছাড়াও  রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকে  বিশ্ববাসীকে সম্বোধন করবেন। সব   চেয়ে মাথা ব্যাথা আফগান। আফগান নিয়ে পাকিস্থানের ভূমিকা ভালো নয়। তাদের জন্যে সার্ক বৈঠক বাতিল   হয়েছে। আজ  ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রীকে ভারত আমেরিকা সমাজ সাদর অভ্যর্থনা করেন। আমেরিকাতে ভারত ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে  আশি কোটি ছুঁই ছুঁই রেকর্ড  করার জন্যে প্রশংসিত   হয়েছে। কোভিড মৃত্যুতে ভারত প্রতি পরিবারকে  পঞ্চাশ হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.