Header Ads

বাবুর বাজার নেশামুক্ত সমিতির উদ্যোগে কোভিড টীকাকরণ শিবির

 

বি.এম.শুক্লবৈদ্য,বিহাড়াঃ গড়াগ্রাম বাবুর বাজার নেশামুক্ত সমিতির উদ্যোগে রবিবার একটি কোভিড টীকাকরণ শিবির আয়োজিত হলো গড়েরভিতর ২য় খণ্ডের আঙ্গন বাড়ী কেন্দ্রে। টীকাকরণ শিবিরে সকাল ৯ ঘটিকা হইতে প্রতিষেধক প্রদান করা হয়। শিবিরে ১৫০ জনকে কোভিশিল্ড টীকা প্রদান করা হয়। এদিনের টীকাকরণ শিবিরের পরিচালনায় ছিলেন গড়াগ্রাম বাবুর বাজার নেশামুক্ত সমিতির সম্পাদিকা নমিতা দে, সেউতি জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা লাভলী সূত্রধর, নৃপেন্দ্র সূত্রধর, সন্তোষ রায় প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.