Header Ads

আলফার সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আলোচনা চালাবেন

অমল গুপ্ত,  কেন্দ্রীয়  স্বরাষ্ট্র মন্ত্রণালয়  সাধারণত দেশের উগ্র পন্থী সংগঠনগুলোর সঙ্গে   শান্তি আলোচনা চালান। মাওবাদী,  এন এস সি এন  সহ প্রভৃতি  জঙ্গি   সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করেছেন। দেশে এই প্রথম দেশের  কোনো মুখ্যমন্ত্রী কে  প্রায় চার দশকের  আলফা নিয়ে আলোচনা র সুযোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী  অমিত শাহ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আলফার কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়ার সঙ্গে  সম্পর্ক ভালো রেখেছেন। পরেশ বড়ুয়া ও ভালো সাড়া দিয়েছেন। সেই সুবাদে  হিমন্ত  আলফার আভ্যন্তরীণ সমস্যার কথা তাদের দাবি দাওয়া নিয়ে  আলোচনা তে বসার যোগ্যতা রাখেন।  উজান অসমে এক অপহরণকারীকে  বিনা শর্তে ছেড়ে দিয়েছিলেন পরেশ বড়ুয়া। মুখ্যমন্ত্রীর সম্মান রক্ষা করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধু আলফা নয়। নাগাল্যান্ডের এন এস সি এন  সঙ্গে আলোচনা র ক্ষেত্রে  কি কি বাধা আসছে তা নিয়েও  বিশদ জানতে নাগাল্যান্ড যাবেন বলে দিসপুর সূত্রে জানা গেল। নাগাল্যান্ডের রাজ্যপাল হিসাবে অসমের রাজ্যপাল জগদীশ মুখী কে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী  শর্মা তার ফলে শত বছরের প্রাচীন উগ্রপন্থী সংগঠন  এন এস সি এন  সম্পর্কে  ফিড ব্যাক পাবেন। আলোচনা  সমাধানের  পথ  খুঁজে পাবে। তার ফলে উপকৃত হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমান  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে   সদ্ভাব রেখে চলছেন অমিত শাহ। নাডার সভাপতি পদে থাকার জন্যে  হিমন্ত উত্তর পূর্বাঞ্চলের 8 রাজ্যের সঙ্গে  এক সু সম্পর্ক গড়ে তুলেছেন। তার ফলে ভারত সরকার নানা ক্ষেত্রে  বিজেপি সংগঠন কে  বৃদ্ধি করার সুযোগ পেয়েছে। হিমন্ত বিশ্ব শর্মার  গ্ল্যামার বেড়েছে।অসমের দাবিদাওয়া  আদায় করতে সুবিধা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.