পশ্চিমবঙ্গে তালিবান শাসন হতে দেব না হুঙ্কার বিজেপি নতুন সভাপতি সুকান্ত মজুমদারের
নয়া ঠাহর,কলকাতা: পশ্চিমবঙ্গে তালিবানি শাসন চালাতে দেব না। তা বিজেপি বরদাস্ত করবে না। আজ বিজেপি র নতুন সভাপতি সুকান্ত মজুমদার দায়িত্ব গ্রহণ করে এই হুঙ্কার দেন।দলীয় কার্য্যলয়ে কর্মীদের উদ্দেশে প্রথম ভাষণে বালুরঘাটের সাংসদ নতুন সভাপতি মজুমদার বলেন বঙ্গে বিজেপি কর্মীদের নিরাপত্তা নেই।বহু কর্মী খুন হয়েছে। ঘর ছাড়া হয়েছে। তিনি বলেন আগামী লোকসভা নির্বাচনে 18 জন সাংসদ থেকে বাড়ানো হবে। বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন প্রধানমন্ত্রী হতে পারবেন না। 2024 সালে নরেন্দ্র মোদি পুনরায় প্রধানমন্ত্রী পদে বসবেন। ।
কোন মন্তব্য নেই