Header Ads

অসমে 1700 প্রজাতির ভেষজ গাছ নিয়ে গবেষণার আহবান সর্বানন্দ সনওয়ালের

নয়া ঠাহর,গুয়াহাটি'অসমের প্রাক্তন মুখ্য মন্ত্রী কেন্দ্রীয় জাহাজ  ও অযূষ  বিভাগের মন্ত্রী  সর্বানন্দ সনওয়াল  অসম আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট ও রিজিওনাল ইনস্টিটিউট অফ   হোমিওপ্যাথি র ডাক্তার গবেষক দের আহবান  জানিয়ে বলেন অসমে 1700 প্রজাতির ভেষজ গাছ আছে।তা নিয়ে গবেষণা করতে হবে। বলেন কেন্দ্রীয় আযুশ  মন্ত্রণালয়ের সব সহযোগিতা অসমকে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.