অসমে 1700 প্রজাতির ভেষজ গাছ নিয়ে গবেষণার আহবান সর্বানন্দ সনওয়ালের
নয়া ঠাহর,গুয়াহাটি'অসমের প্রাক্তন মুখ্য মন্ত্রী কেন্দ্রীয় জাহাজ ও অযূষ বিভাগের মন্ত্রী সর্বানন্দ সনওয়াল অসম আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট ও রিজিওনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি র ডাক্তার গবেষক দের আহবান জানিয়ে বলেন অসমে 1700 প্রজাতির ভেষজ গাছ আছে।তা নিয়ে গবেষণা করতে হবে। বলেন কেন্দ্রীয় আযুশ মন্ত্রণালয়ের সব সহযোগিতা অসমকে দেওয়া হবে।
কোন মন্তব্য নেই